Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে আখাউড়া (দঃ)

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদটি ইউনিয়ন বোর্ড ছিল। ১৯৫৮ সালে এই পরিষদের নির্বাচিত পরিষদ গঠিত হয়। এই পরিষদ এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুইটি উচ্চ বিদ্যালয়, উপজেলা পরিষদ কমপ্লেক্স, খাদ্য গুদাম, তারাগন মাজার শরীফ, উপজেলা কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী রাধামাধব আখড়াসহ একাধিক মন্দির, মসজিদ, সবচেয়ে বড় বাজার, শ্মশান, কবরস্থান ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছিল। ১২/১২/১৯৯৯ সালে এই ইউনিয়নের একটি বড় অংশ নিয়ে আখাউড়া পৌরসভা গঠন হয়।

বর্তমানে ইউনিয়নের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আখাউড়া স্থলবন্দর। এখানে বংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ওপেন ইয়ার্ড টার্মিনাল, কার্যালয়, কাস্টম’স কার্যালয় ও ইমিগ্রেশন কার্যালয় রয়েছে। স্থলবন্দরে ১৪৪ জন আমদানি-রপ্তানি কারক ব্যবসায়ী আছেন। আছে ব্যবসায়ীদের দুইটি সংগঠন।

ক) নাম – ৫নং আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ১, ৬৪১,.৭৯ একর (উপজেলা ভূমি কার্যালয়ের তথ্যমতে)।

গ) লোকসংখ্যা – ১১,০৭৮ জন (প্রায়) (২০০১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ১৬ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৫ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি অটোরিকশা/রিকশা।

জ) শিক্ষার হার – ৫২%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

   সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৩টি,

   বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৫টি,     

   উচ্চ বিদ্যালয়ঃ ১টি,

   মাদ্রাসা- ৫টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মো. শাহ নোয়াজ খান

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- একাধিক।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – আখাউড়া স্থলবন্দর।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৬২ইং।

ড) নবগঠিত পরিষদের বিবরণ –

 ১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১১ইং

২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং

৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

     নূরপুর                            হীরাপুর                 বীরচন্দ্রপুর

     নূরপুর লামারবাড়ি            দ্বিজয়পুর                সাহেবনগর

     সাতপাড়া                       আনন্দপুর                কালিকাপুর

     কালিনগর                       বঙ্গেরচর                আব্দুল্লাহপুর

     বড়কুড়িপাইকা                কেন্দুয়াই             

     ছোটকুকড়িপাইকা            রহিমপুর       

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ২ জন।